Tribute To Manna Dey – The Legendary Singer – Live on Science City Auditorium

May 1, 2019 No comments exist
Manna Dey Live

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে (Science City Auditorium) এ প্রবাদপ্রতিম শিল্পী মান্না দে'র গাওয়া কিছু গান

বুদ্ধং শরণং গচ্ছামি |

কি দেখলে তুমি আমাতে |
কত সহজ কথা জানানো
কত যে কঠিন কি দেখেছি আমি
এ কথা তোমাকে বোঝানো ।
ওগো কোথায় আমার সাধের জীবন আর
কোন সুখে কত সুখের মরণ
আমার অনুভব বিনা এই অনুভূতি
কাউকে যায় না শেখানো ।
এই বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন,
আমি কি করে বোঝাই – তোমাকে পেয়েছি
আর কিছু নেই প্রয়োজন ।
এই সব পেয়েছির দেশ টা কোথায় ওগো
কোন খানে গেলে তাকে পাওয়া যায়
যদি জানতে চাও তো শুধু ভালোবাসো
মুখে তা যায় না শোনানো ।।

Prabodh Chandra Dey (1 May 1919 − 24 October 2013), known by his stage name Manna Dey, an Internationally acclaimed Indian playback singer, music director, musician and indian classical vocalist. He is considered one of the most versatile and celebrated vocalists of the Hindi and Bengali film industry. He debuted in the film Tamanna in 1942. After the song “Upar Gagan Bishal” composed by S D Burman he saw success and went on to record more than 4,000 songs till 2013. The Government of India honoured him with the Padma Shri in 1971, the Padma Bhushan in 2005[5] and the Dadasaheb Phalke Award in 2007.

Dey sang in all the major regional Indian languages, though primarily in Hindi and Bengali. Dey also sang in Bhojpuri, Magadhi, Maithili, Punjabi, Assamese,[7] Odia, Konkani, Sindhi, Gujarati, Marathi, Kannada, Malayalam, and Nepali.His peak period in Hindi playback singing was from 1953 to 1976.

যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে… হু… যদি
যদি কাগজে লেখো নাম…।
হৃদয় আছে যার… সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই… জীবনে প্রেম আসে।
কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে
রাধার ভালবাসা
কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লিখো নাম
সে নাম রয়ে যাবে।
যদি কাগজে লেখো নাম…।
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে… থাকে না কোন ভাষা…
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে… থাকে না কোন ভাষা
চোখেরও আড়ালে মাটির নীচে ঐ
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লিখো নাম…
সে নাম রয়ে যাবে।
যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে… হু… যদি
যদি কাগজে লেখো নাম…।

পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও
তুমি আর হাসবে কি কখনও

অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনও
চোখে আর ভাসবে কি কখনও

কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দু’একটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভালো আর বাসবে কি কখনও
ভালো আর বাসবে কি কখনও
পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও

কাল কিছুতেই ঘুম এলোনা
ওই চোখ ওই মুখ
ওই মৃদু হাসিটি
মন থেকে মোছা গেলোনা ।

চিরদিনের সেই গান | সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্না দে ' র লাইভ অনুষ্ঠান | কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *