Posted by Chirayata on
চিরায়ত ওয়েব সিরিজে এইবারের শিল্পী অঞ্জলি গাঙ্গুলি, রবীন্দ্র গানের সাধনা নিয়ে ওনার পথ সাঙ্গীতিক জীবনের পথ চলার শুরু, সমকালীন শিল্পীদের মধ্যে অঞ্জলি গাঙ্গুলি একটি অতি পরিচিত নাম, আজ চিরায়ত ওয়েব সিরিজে অঞ্জলি দি নিয়ে এসেছেন ৬ খানি গানের ডালি ; তার সাবলীল গায়কী ও সুমধূর কণ্ঠ মুগ্ধ করবে শ্রোতাদের ।
- তোমার সুরের ধারা
- অন্তরে জাগিছ অন্তর্যামী
- অনেক কথা বলেছিলেম
- জগত জুড়ে উদার সুরে
- ওই শুনি যে চরণধ্বনি রে
- ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
কেমন লাগলো ওনার গান আমাদের লিখে জানান নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ